‘রাশিয়া ওয়ান’ নামে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের একজন সঞ্চালক ‘ঘোষণা’ করেছেন যে, ইউক্রেন যুদ্ধে তাদের যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
এর আগে রাশিয়া দাবি করেছিল গোলাবারুদে বিস্ফোরণের ফলে আগুন লাগার পরে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
অন্যদিকে, ইউক্রেন দাবি করেছে, তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় রণতরী বহরের প্রধান জাহাজ মস্কভা ধ্বংস হয়েছে।
কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার ফলে ক্রেমলিনের প্রধান প্রচারণা মুখপত্র রাশিয়া ওয়ান টিভিতে উত্তেজনা দেখা দিয়েছে। ওলগা স্কাবেয়েভা নামে চ্যানেলটির একজন সঞ্চালক একটি হাড়হিম করা বিবৃতি দিয়েছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে, ‘এর ফলে যা ঘটেছে তাকে নিরাপদে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে’ এবং তিনি জোর দিয়ে বলেন যে, ‘এটি সম্পূর্ণরূপে নিশ্চিত’।