বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
বুধবার রাত পৌনে ১১টায় এ তথ্য জানিয়েছেন চেয়ারপার্সন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এ নির্দেশে দিয়েছেন বলে জানান তিনি।
এতদিন বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আটক হন রিজভী।
বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ এ ঘটনায় শতাধিক আহত হয়েছে।
এ ঘটনায় রিজভী ছাড়াও আটক হয়েছেন- চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, যুগ্নমহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সমম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।