Friday , 17 May 2024
শিরোনাম

রিজভী গ্রেপ্তার: বিএনপির দপ্তরের দায়িত্বে প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বুধবার রাত পৌনে ১১টায় এ তথ্য জানিয়েছেন চেয়ারপার্সন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এ নির্দেশে দিয়েছেন বলে জানান তিনি।

এতদিন বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আটক হন রিজভী।

বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ এ ঘটনায় শতাধিক আহত হয়েছে।

এ ঘটনায় রিজভী ছাড়াও আটক হয়েছেন- চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, যুগ্নমহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সমম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

Check Also

রাজনৈতিক আশ্রয় চাওয়া ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই যেসব বাংলাদেশি নাগরিক আশ্রয়প্রার্থনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x