রেল দুর্ঘটনায় নিহত পরিবার কে পৌরসভার আর্থিক সহায়তা
মোঃজিলহাজ বাবু
চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি
শহরের আলীনগর হাজীর মোড়ে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার কে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছে। আজ (২৭ মাার্চ) বিকাল সাড়ে পাঁচ টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান।
এসয় দুর্ঘটনায় নিহত ফুলচানের স্ত্রী সুফিয়া বেগম ও শেহের আলীর স্ত্রী মাজেদা বেগম উপস্থিত হয়ে চেক গ্রহণ করেন।
দুই পরিবারের হাতে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদান কালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা এবং আগামীতেও তাদের পাশে থাকার আশা ব্যাক্ত করেন। নিহতদের পরিবার মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানায়।
চেক বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোঃ সালেহ উদ্দীন (ভোলা),প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত নারী পৌর কাউন্সিলর, নাজনীন ফাতেমা জিনিয়া সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ।
গত-২৪ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী ট্রেন ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলীনগর গ্রামের হাজির মোড়ে অরক্ষিত রেল ক্রসিং এ দূর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিলো।