রোকেয়া পদক ২০২২ লাভ করায় প্রফেসর কামরুন নাহার বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক মো দিদারুল আলম দিদার ও সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২২’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন।
নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর প্রফেসর কামরুন নাহার বেগম।
আইনজীবী কামরুন নাহার বেগম বর্তমানে কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের চেয়ারপারসন, মহিলা আওয়ামী লীগের সদস্য এবং মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসহ নানা সংগঠনের সাথে জড়িত আছেন।