রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
চলতি বছরের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু
শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নকল মুক্ত ১১টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এবছর এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করার লক্ষে ফরম ফিলাপ করেছেন।
এর মধ্যে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২২৪ জন, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৬০ জন, জামিরতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৯ জন, মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৩ জন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০২ জন, গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৫ জন, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭০ জন, হযরত মুখদম শাহ দৌল্লা দারুল খুলদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪১ জন, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫১ জন, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০৪ জন, শাহজাদপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ২০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবেন।
পরীক্ষা সুষ্ঠ ভাবে পরিচালনা করতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন এ দিন সকাল থেকেই সব গুলো কেন্দ্রের পরীক্ষা পরিদর্শন করবেন বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানান- পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে লক্ষে কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্রে সচিব থাকবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন- শাহজাদপুরে নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে তাদের নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হবে। অন্যান্য বারের তুলনায় এবছর শাহজাদপুর কেন্দ্রে ভিন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।