রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
শাহজাদপুরে হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শাহজাদপুর করতোয়া নদীতে এ স্নান অনুষ্ঠিত হয় । বারুনী স্নান উপলক্ষে সকাল থেকেই এলাকার বিভিন্ন স্থান থেকে ভক্তরা নদীর ঘাটে আসে। পুরোহিত রনজিত গোস্বামী ও নিখিল চক্রবর্তী জানান, প্রতি বছর চৈত্র মাসের শতভিষা নক্ষত্র যুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। এই স্নানটি হিন্দু ধর্মীয়দের একটি পূর্ন স্নান উৎসব। জীব জগতের মধ্যে পথ চলতে গিয়ে নানা পাপাচার পূর্ন, ক্লেদাক্ত মনুষ্যকুলে এই পূর্ন স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। তাই প্রতি বছর করতোয়া নদীতে পুরোহিত দারা মন্ত্র পাঠ করে নদীতে স্নান শেষে সিদুঁর খেলার মধ্যে এই বারুনি স্নান শেষ হয়। পরে হিন্দু ধর্মাম্বলী ভক্তবৃন্দরা করতোয়া নদীর পারে অবস্থিত হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহঃ) এর মাজারে মোমবাতি ও ধুবশলা জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করে। সারাদিন ধরে চলে প্রার্থনা।