হাজী মোঃ সিদ্দিকুর রহমান জেলা প্রতিনিধি বরগুন।
বরগুনা জেলা বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়নের ছবদার ফকির বাড়ি বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়, এবং এই পবিত্র বার্ষিক ওরশ মাহফিলে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, এবং এখানে আছে বেতাগী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এই অনুষ্ঠান পালিত হয়।
প্রতি বছরের চৈত্র মাসের পূর্ণিমার রাত্রে ,এই অনুষ্ঠানে আসে বিভিন্ন দোকানপাট ও এখানে আছে খাবারের হোটেল, ও বিভিন্ন দোকানপাট, এবং মিষ্টির দোকান, চটপটির দোকান, ও এলাকার সাধারণ মানুষের নজরদারিতে পালিত হচ্ছে এই বার্ষিক ওরশ মাহফিল।
এই বার্ষিক অনুষ্ঠানে আসে বিভিন্ন এলাকা থেকে মানতার মালামাল, ডাল চাউল চিনি নারিকেল মিষ্টি কুমড়া ও টাকা পয়সা, এখানকার সাধারণ মানুষ বলেন এই ফকিরবাড়ি মানতা করলে আল্লাহর রহমতে মুক্তি মিলে, প্রতি চৈত্র মাসের পূর্ণিমার রাত্রে হয় এই অনুষ্ঠান দোকানদার ও সাধারণ মানুষ বলে এখানে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সকলে সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান পালিত হয়, ও এলাকার সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা করেন।
এখানে সকল দোকানদার বলে বেচাবিক্রি ভালোই চলে এবং তারা বেচা বিক্রি করে খুশি হয়।