Saturday , 4 May 2024
শিরোনাম

শাহেনশাহে তরিকাতো চিশতিয়া সুলতানউল আউলিয়া ছবদার ফকির সাহেবের দরবার শরীফের বার্ষিক ওরশ মাহফিল

হাজী মোঃ সিদ্দিকুর রহমান জেলা প্রতিনিধি বরগুন।

বরগুনা জেলা বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়নের ছবদার ফকির বাড়ি বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়, এবং এই পবিত্র বার্ষিক ওরশ মাহফিলে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, এবং এখানে আছে বেতাগী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এই অনুষ্ঠান পালিত হয়।

প্রতি বছরের চৈত্র মাসের পূর্ণিমার রাত্রে ,এই অনুষ্ঠানে আসে বিভিন্ন দোকানপাট ও এখানে আছে খাবারের হোটেল, ও বিভিন্ন দোকানপাট, এবং মিষ্টির দোকান, চটপটির দোকান, ও এলাকার সাধারণ মানুষের নজরদারিতে পালিত হচ্ছে এই বার্ষিক ওরশ মাহফিল।

এই বার্ষিক অনুষ্ঠানে আসে বিভিন্ন এলাকা থেকে মানতার মালামাল, ডাল চাউল চিনি নারিকেল মিষ্টি কুমড়া ও টাকা পয়সা, এখানকার সাধারণ মানুষ বলেন এই ফকিরবাড়ি মানতা করলে আল্লাহর রহমতে মুক্তি মিলে, প্রতি চৈত্র মাসের পূর্ণিমার রাত্রে হয় এই অনুষ্ঠান দোকানদার ও সাধারণ মানুষ বলে এখানে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সকলে সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান পালিত হয়, ও এলাকার সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা করেন।

এখানে সকল দোকানদার বলে বেচাবিক্রি ভালোই চলে এবং তারা বেচা বিক্রি করে খুশি হয়।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x