শফিকুল ইসলাম সোহেল
ঐতিহ্যবাহী ও স্বনামধন্য “ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ” ঢাকার গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো: নাজমুল হুদা ‘ভার্চুয়াল এডুকেটর’স কোলাবোরেশন (ভিইসি)’ এর পক্ষ থেকে ‘শিক্ষক সম্মাননা’ লাভ করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও অনলাইন শিক্ষায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
“এসো রাখি হাতে হাত, দ্বিধা জরা ঝরে যাক” এই স্লোগানে গত ১৯ এপ্রিল ২০২৫ শনিবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক মেলবন্ধন ২০২৫ এ উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। শচিন কুমার চৌধুরী ও রোকসানা পারভীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে এস এম মোজাম্মেল কবির। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাৎ জাহান, দীক্ষা দক্ষতা উন্নয়নে-শিক্ষা অনলাইনের প্রকল্প পরিচালক মোহাম্মদ কবীর হোসেন, এটুআই শিক্ষা বিশেষজ্ঞ মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও নায়েম প্রশিক্ষণ বিশেষজ্ঞ শেখ মুহাম্মদ আলী প্রমূখ।
ভিইসির প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া বলেন, “নাজমুল স্যারের মতো শিক্ষকেরা আমাদের অনুপ্রেরণা। তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা ও অক্লান্ত পরিশ্রমের ফলে অনলাইন শিক্ষা আরও সমৃদ্ধ হয়েছে।”
মো. নাজমুল হুদা এই সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি শিক্ষার্থীদের জন্য আরো নতুন ও কার্যকর শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সারাদেশের সকল বিভাগ থেকে আগত প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক সম্মানিত শিক্ষকমণ্ডলী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।