শিক্ষাজীবনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। জীবন গড়ার সময়। সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তারপরই শুরু হবে বিশ্ববিদ্যালয় নামক ঊচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি যুদ্ধ।
সুতরাং তোমাদেরকে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আগামীদিনের জন্য। তোমাদেরকে স্বপ্নজয়ী মানুষ হতে হবে। যে স্বপ্ন তোমার পরিবার বা তুমি দেখো সেই স্বপ্নকে পরিশ্রম ও প্রচেষ্টার মধ্যদিযে জয় করতে হবে। কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ রুমী কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন। ১১ জুন, ২০২৪ বেলা সাড়ে ১১ টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহযোগিতায় এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ মাছ-উদ রুমী কলেজ। কলেজের অডিটোরিয়ামে এ বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য জনাব মতিয়ার রহমান মজনু ও মো. হাফিজুর রহমান হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ ফাতেমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের প্রধান জনাব এস এম হাসিবুর রশিদ তামিম এবং প্রমোশন অফিসার জনাব ইমাম মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ মাছ-উদ রুমী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।