মোঃ জিলহাজ বাবু: শিবগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে ২ হাজার একশত পঁচাত্তর পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম বাচ্চু ও মিলনকে আটক করে এবং অপর অভিযানে ৩৭ বোতল বিদেশী মদসহ সইবুর আলীকে হাতেনাতে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃতদের পরিচয় তথ্য নিশ্চিত করে র্যাব জানান, ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলাম বাচ্চু (৩৫) উজিরপুর ইউপি’র বাবলাবোনা গ্রামের আব্দুল মান্নান ও মিনিয়ারা বেগমের ছেলে, অপর আসামী মিলন (২৮) উজিরপুর ইউপি’র বাবলাবোনা গ্রামের সেরাজুল ইসলাম ও আদুরী বেগমের ছেলে। পৃথক অপর অভিযানে বিদেশি মদসহ সইবুর আলী (৪০) বিনোদপুর ইউপি’র কালীগঞ্জ গ্রামের মৃত কালু মন্ডল ও সমরত বেগমের ছেলে।
রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৫ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ – ফি – তাহমিন তৌকির এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার রাত ১০টার দিকে উজিরপুর (ইউপি) হতে ২ হাজার দুই হাজার একশত পঁচাত্তর পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করে। অপর অভিযানে সোমবার দিবাগত রাত ১.৩০ দেড়টার দিকে বিনোদপুর ইউপির’ কালীগঞ্জ হতে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর পৃথক অভিযানে উদ্ধারকৃত আলামত হস্তান্তর ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।