মোঃ আরিফুল ইসলাম, ভোলা।। ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কালিকর্তি সুইচগেট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে নদী ভাঙ্গন রোড ও৷ টেকসই বাদ নির্মাণের জন্য এই মানববন্ধন করা হয়।
২০শে জানুয়ারি সকাল ১০ টায় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে শিবপুরের প্রায় ১ হাজারের মত লোক এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এই সময় শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এ কে এম নুর হোসেন হাওলাদার বলেন শিবপুর ইউনিয়ন বিগত কয়েক বছর দরে ভাঙতেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোন কর্নপাত হয় না। ভাঙ্গন শুরু হলে কয়েকটি জিও ব্যাগ দিয়ে চলে যায় কিন্তু এই ব্যাগ আবার জোয়ারে স্রোতে নদীর গভীরে চলে যায়।আবার ভাঙ্গন শুরু হয়। এই ভাবে চলতে থাকলে শিবপুর তথা পুরো ভোলা জেলাই এক সময় বিলীন হয়ে যাবে। এখন শীতের সৃজন বর্ষার আগে যদি নদী ভাঙ্গন রোধ না করা যায় তাহলে বর্ষায় নদী ভাঙ্গন রোড কোনভাবেই আটকানো যাবে না। তাই শিবপুর সহ ভোলার সাধারণ জনগনের একটাই দাবি ভোলা শহর রক্ষা করতে হলে সিসি ব্লক সহ স্থায়ী বাদ নির্মাণ করতে হবে।
স্থানীয় ফরিদ মাঝি বলেন মেঘনা থেকে বালু উত্তলন বন্ধ না হলে এই ভাঙ্গন হবে না। এই বালু উত্তলনের কারনে নদী ভাঙে আর এই ভাঙ্গার জন্য আমাদের শত শত কানি ফসলী জমি আজ নদীর গর্ভে চলে গেছে। তাই আগে মেঘনা নদী থেকে বালু উত্তলন বন্ধ করতে হবে।
শিবপুরের সাধারণ জনগনের দাবী নদী ভাঙ্গন রোদ ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ না করা হলে এই কর্মসূচি চলমান থাকবে।