এইচ. আই লিংকন, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে মৌমাছি পালন ও মৌমাছি থেকে মধু চাষ ও মধু উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৫ নভেম্বর) কীট তত্ত্ব বিভাগের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই বালাইনাশক ব্যবহারের নিয়ম ও ব্যবহারবিধি এবং উপযুক্ততা যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সারাদেশে মৌমাছি পালনের প্রবক্তা কীট তত্ত্ব বিভাগের প্রফেসর সাখাওয়াত হোসেন, মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খুরশিদ আলম, ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুল্লাহ, শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী, কীট তত্ত্ব বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মুহাম্মদ সাখয়াত হোসেন। কর্মশালায় অংশ গ্রহণ করে শ্রীনগর ও টংগীবাড়ি উপজেলার উদ্যোগতাগণ।#