রুশ সেনাদের যুদ্ধে যোগ দেওয়া ঠেকাতে তাঁদের মায়েদের প্রতি গতকাল শনিবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ মা, বিশেষ করে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া যোদ্ধাদের মায়ের প্রতি আমি আবারও বলতে চাই, আপনার সন্তানকে ভিনদেশে যুদ্ধ করতে পাঠাবেন না। ’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনার সন্তান কোথায়, খোঁজ নিন। যদি বিন্দুমাত্র সন্দেহ হয় যে আপনার সন্তানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে, তাহলে তাঁর জীবন বাঁচাতে বা বন্দি হওয়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিন।
’
জেলেনস্কি আরো বলেন, ‘ইউক্রেন কখনোই এই ভয়ানক যুদ্ধ চায়নি এবং যুদ্ধ চায় না। তবে আত্মরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ’
বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া (কনস্ক্রিপ্ট) সাধারণ রুশরা ইউক্রেনে যুদ্ধ করছে, এমন কথা গত বুধবার প্রথমবারের মতো স্বীকার করে রাশিয়া। আগে মস্কো দাবি করেছিল, শুধু পেশাদার রুশ সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে।
ইউক্রেনে যুদ্ধে গিয়ে নিখোঁজ রুশ সেনাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের মায়েদের অনেকের পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে জেলেনস্কির এ ঘোষণা এলো।
ইউক্রেনে বন্দি রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে তাঁদের মায়েদের গত সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছিল কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী কয়েকটি ফোন নম্বর এবং একটি ই-মেইল ঠিকানা প্রকাশ করেছেন, যার মাধ্যমে নিখোঁজ রুশ সেনাদের তথ্য জানতে পারবেন তাঁদের মায়েরা। ইউক্রেনের দাবি, রাশিয়া দেশটিতে আক্রমণ করার পর থেকে বেশ কয়েকজন রুশ সেনাকে বন্দি করা হয়েছে। সূত্র: এএফপি
kalerkantho