আমি মিনহাজ। পেশায় মূলত ছাত্র, পাশাপাশি একজন শিক্ষক। ‘এ জীবনটা না দৈর্ঘ্যরে হিসাবে বড়, না গুণের হিসেবে’। সফলতা অর্জনে বয়স কোন প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। সফলতার সংজ্ঞা অনেকের কাছে বিভিন্ন রকম। কারো কাছে সফলতা মানে অনেক টাকা উপার্জন করা,অনেকের কাছে সফলতা বলতে বোঝায় দেশ-বিদেশ ঘুরাঘুরি,সম্মান,আড্ডা,সুনাম ইত্যাদি আরও কত কি! আমার কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলতে পারি একের ভিতর সব দিয়েছে। এই বয়সে হয়তো অনেকেই আছে যারা আড্ডা- ঘুরাঘুরি এর মাঝেই সীমাবদ্ধ রয়েছে। পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই যে আল্লাহ আমাকে এতোকিছু দিয়েছে যে- নিজের বয়সের চেয়েও বেশি টাকা সম্পূর্ণ হালাল উপার্জন এর সু্যোগ,অনেক সম্মান, পরিবার আত্নীয়-স্বজনদের মাঝে নিজের ভ্যালু তৈরি এবং পরিবারের দায়িত্ব নেওয়ার সুযোগ- এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামত। এই পর্যায়ে আসা এতটা সহজ ছিল না,এর পিছনে রয়েছে অনেক বেশি আত্নত্যাগ এবং ধৈর্যের। জীবনে সামনে এগিয়ে যেতে হলে হতাশায় না ভুগে এই দুটো জিনিস অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। লক্ষ্য আরো বহুদূর। ইনশাআল্লাহ সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারলে এই অসীম লক্ষ্যও হয়তোবা একদিন অর্জন হবে বলে আমি আশাবাদী।
সম্পাদনায়-
শিক্ষার্থী
মিনহাজুর রহমান (ইউনিভার্সিটি অব স্কলার্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)।