শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাখওয়াত হোসেন বকুল। সম্মেলন উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষি এমএ করিম। এসময় উপজেলা আওয়ামীলীগৈর সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্মেলনের প্রধান বক্তা আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, সহ-সভাপতি হামিদা বেগম, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আব্দুল আলিম, জেলা কমিটি’র শেখ বাবুল, আবুল কালাম আজাদ প্রমূখ।
সন্ধার পরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষি এমএ করিমের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ সাখওয়াত হোসেন বকুল জানান, আপনারা যারা সভাপতি সম্পাদক হতে ইচ্ছুক তারা আমাদের কাছে সিবি জমা প্রদান করুন। আমরা বিস্তারিত বিশ্লেষন ও মতামত পূর্বক সভাপতি সম্পাদক ঘোষণাসহ অন্যান্য উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। পরবর্তিতে উপজেলা ডাক বাংলোয় দীর্ঘ আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ সাখওয়াত হোসেন বকুল উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্যের মধ্যে আতাউর রহমান শেখকে সভাপতি ও আহাম্মদ আলী পোদ্দার রতনকে সাধারণ সম্পাদক করে গভীর রাতে আংশিক ১৫ সদস্যে কমিটির নামের তালিকা প্রকাশ করেন। তিনি আগামী ২০ দিনের মধ্যে পূরো কমিটির নামের তালিকা করারও নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন নির্বাচিত হওয়ার পরে বিপুল সংখ্যক নেতাকর্মি নিয়ে উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তবক প্রদান করেন।