মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় উপজেলার সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতি নামের একটি খামারে আগুন লেগে ১৮ টি গবাদিপশু পুড়ে ছাই হয়েছে।মোট ১৯টি মধ্যে ১৮ টি গরু পুড়লেও ১টি রক্ষা পেলো সেটা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে খামারে থাকা ১৯ টি দুধের গাভী পুড়ে ছাই হয়ে যায়। সেখান থেকে একটি গরু উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় খামারের ১৮ টি গবাদি পশু। এছাড়া ঘরের মূল্যবান মালপত্রও পুড়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই খামারে ২০ জন মালিক রয়েছে বলেও জানা যায়।
সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইমন রউফ বলেন–আমাকে ফোন করে জানানো হয়েছে খামারে আগুন, কিন্তুু আমি আসার পৃর্বে সব শেষ । একটিমাত্র গরু উদ্ধার হয়েছে বাকি ১৮টি গরু বাচ্চাসহ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান–খামারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ১৮ টি গরু দগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে মালিকপক্ষের কোনো অভিযোগ না থাকায় চলে এসেছি।