লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
নিজের বিরুদ্ধে মেয়ের অপপ্রচারের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন ডেকে অঝোড়ে কাঁদলেন এক মা। ১২ জানুয়ারী বৃহস্পতিবার রাউজান প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে মেয়েকে দিয়ে বিভ্রান্তমূলক, অপপ্রচার চালানোর প্রতিবাদ জানাতে গিয়ে কাঁন্নায় ভেঙে পড়েন তিনি। ভুক্তভোগী রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের আবুল হোসেন বাড়ীর প্রবাসী মো. রফিকের স্ত্রী জোহরা বেগম বলেন, আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম। আমার মেয়েকে তুলে নিয়ে এক তরুন জিম্মিদশায় রেখে নির্যাতন ও আমার রিরুদ্ধে বিভ্রান্তকর তথ্য প্রচার করছে। তার দাবি মেয়ে সামিরা আকতারকে নিয়ে হাটহাজারী উপজেলার বুশ্চিচর নজুমিয়া হাটে হারুন বিল্ডিং এর ২য় তলায় ভাড়া বাসায় থাকতেন। গত ২০২২ সালের ৩১ অক্টোবর প্রবাসী মো. রফিকের মেয়ে সামিরা আকতারকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মঙ্গল চাঁদের বাড়ীর মরহুম ছালেহ আহমেদের বখাটে ছেলে রাকিব তার পরিবারের সদস্যরা অপহরণ করে অজ্ঞাতস্থানে জিম্মি দশায় রেখেছেন। এ ঘটনায় গত ৭নভেম্বর কিশোরী শামিরা আকতারের মা জোহরা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় রাকিব, তার ভাই আবদুল্লাহ, আলাউদ্দিনকে সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়। মামলা দায়ের করার পর সামিরা আকতারকে স্থানীয় চেয়ারম্যানের কাছে রাকিব ও তার পরিবারের সদস্যরা হাজির করে। স্থানীয় চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ সামিরা আকতারকে তার মাতা জোহরা বেগমের কাছে হস্তান্তর করেন। পরবর্তী রাকিব ও তার সহযোগিরা সামিরা আকতারকে আবারও অপহরন করার প্রচেষ্টায় মেতে উঠে। এতে শামিরার মাতা জোহরা বেগম বাধ্য হয়ে তার মেয়ে সামিরা আকতারকে পটিয়া উপজেলার ভাটিখাইন নবী সওদাগরের বাড়ীর আমানত উল্লাহর পুত্র প্রবাসী আলাউদ্দিনের সাথে হলফনামা মুলে বিয়ে দেয়। বিয়ের পর সামিরার শ্বাশুর বাড়ী পটিয়া থেকে জোহরা বেগমের ভাড়া বাসায় বেড়াতে আসলে রাকিব আবারও ফুসলিয়ে সামিরাকে নিয়ে যায়। এর পর রাউজানের কদলপুর রাকিবের আত্মীয় বাড়ী থেকে খুঁজে বের করে শ্বশুর বাড়ীতে পাঠানো হয় । গত ১২ দিন পূর্বে সামিরা আকতারকে তার শ্বশুর বাড়ী থেকে তার মাতা জোহরা বেগম হাটহাজারীর নজু মিয়ার হাটের বাসায় বেড়াতে আসলে রাকিব আবারও সামিরা আকতারকে ফুসলিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। রাকিব সামিরাকে ভয়-ভীতি প্রদর্শন করে আপন মা জোহরা বেগম ও তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে একটি সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি আরও বলেন, জোহরা বেগম তার কন্যা শামিরা আকতারকে বিয়ে দিয়ে বখাটে রাকিবের হাত থেকে রক্ষা পায়নি বলে দাবী করেন। তিনি প্রশাসনের নিকটর ন্যায় বিচার দাবি করেন।