সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং ও সাইবার ক্রাইম প্রতিরোধে একসাথে কাজ করার জন্য সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সেন্টার ও বঙ্গডেমী
সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং ও সাইবার ক্রাইম প্রতিরোধে একসাথে কাজ করার জন্য সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সেন্টার ও বঙ্গডেমী।
গত ২০ইজানুযারী ড্যাফোডিল ইউনির্ভাসিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই স্মারক সাক্ষরিত হয়। ড্যাফোডিলের পক্ষে সাক্ষর করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমরান মাহমুদ ও পরিচালক সহযোগী অধ্যাপক ড.রুবায়েত ইসলাম এবং বঙ্গডেমীর পক্ষে সাক্ষর করেন প্রধান নির্বাহী মোদাচ্ছির হোসেন হেদায়েত ও পরিচালক হাসিবুল হাসান জুয়েল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবির, আর্টনী জেনারেল তানভীর হাসান জোহাসহ সম্মানিত ব্যক্তিবর্গ। এই কাজের মাধ্যমে সাইবার সুরক্ষায় শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে সাইবার নিরাপত্তা ও সচেতনতা তৈরির জন্য কাজ করা সহজ হবে।

বর্তমানে প্রতিনিয়ত ঘটতে থাকা সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তার ব্যাপারে প্রতিষ্ঠান দুটি একযোগে কাজ করার জন্যই এমন উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন। সঠিক ও প্রযুক্তিনির্ভর সাইবার প্রশিক্ষণ,
কর্মশালা, সচেতনতা তৈরিতে সেমিনার, বৈঠক, উপযুক্ত কাউন্সিলিং ও মনিটরিং করলে অনেকাংশেই সাইবার অপরাধ কমিয়ে আনা সম্ভব। যা প্রতিষ্ঠান দুটি অনেক আগে থেকেই ভিন্ন ভাবে করে আসছে এবার একসাথে এক হয়ে কাজ করার মাধ্যমে এমন কার্যক্রমেও ভিন্নধারা ও নতুম উদ্যম আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


























