সাউথইস্ট ইউনিভার্সিটিতে টেক্সটাইল গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়ন সেমিনার
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে “Motivation for Career Development of Textile Graduates” শীর্ষক একটি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ এন এম আহমেদ উল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
কর্মসূচিতে শিল্প খাতের পেশাজীবীরা সিভি যাচাই, মক ভাইভা ও মোটিভেশনাল সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করেন। বিকেলে অতিথিরা শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সমাপনী বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোফাজ্জল হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশউদ আহমেদ।
সেখানে অতিথি বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস অর্জনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বাস্তবমুখী প্রস্তুতি গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও আয়োজনটিকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর হিসেবে মূল্যায়ন করেছেন।