এম,এ,রাজ্জাক, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি।
সাটুরিয়ার ঐতিহ্যবাহী সৈয়দ কালু শাহ্ কলেজে ও সাটুরিয়া দাখিল মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর ও সাধক সৈয়দ বাদশা আলম ইন্তেকাল করেছেনে। সোমবার ভোর রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি প্রয়াত সাধক সৈয়দ কালু শাহ ফকিরের চতুর্থ বংশধর ছিলেন। প্রচুর সম্পদের অধিকারি আধ্যাতিক সাধক বাদশা আলম এক স্ত্রী দুই পুত্র ও তিন কন্যা রেখে মারা গেছেন। তার মৃত্যুতে সাটুরিয়া-ধামরাইসহ অন্তত ১০টি উপজেলায় দানবীর অভিভাবকের শুন্যতা তৈরী হয়েছে। গুলজার মেটাল ইন্ডাজষ্ট্রিজ মালিক বাদশা আলম অত্র এলাকায় বিভিন্ন মসজিদ মাদাসা স্কুল কলেজসহ অসংখ প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা ছিলেন।সোমবার বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে সাটুরিয়া সহ কয়েকেটি উপজেলায় বইছে শোকের মাতম।
নির্দলীয় ব্যাক্তিত্ব বাদশাহ আলমের মৃত্যুতে ওনার পরিবারের প্রতি সমবদেনা ও আত্মার মাগফেরাত কামনা করেছেন, সাটুরিয়া আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ ফটো। সৈয়দ কালু শাহ কলেজের সাবেক অধ্যক্ষ জাহিরুল ইসলাম খান টিটু, অধ্যক্ষ মো.আমিনুর রহমান খান মজলিসসহ অসংখ গুনগ্রহী।