এম,এ,রাজ্জাক,
সাটুরিয়া মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকের কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবত চুরি হয়ে আসছিল। গত ১২/৮/২৩ ইং রোজ শনিবার সাটুরিয়া উপজেলার কুড়ি কাহুনিয়া ঘিউর এলাকার রফিকুল ইসলামের একটি ট্রাক্টর গাড়ি চুরি হয়। এর পরিপ্রেক্ষিতে পরের দিন সাটুরিয়া থানায় রফিকুল ইসলাম একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদীর দিক নির্দেশনায় সাটুরিয়া থানার এস আই মোঃ মোস্তফা একটি চৌকস আভিযানিক দল নিয়ে অভিযান পরিচালনা করে হরগজ (নদীর উঃপার) এলাকার ১,রুবেল হোসেন (৩৫) পিতা-আবুল হোসেন,২,শরিফুল(২৯), পিতা-তারা মিয়া ৩,রাজু মিয়া (২৬),পিতা-চন্নু মিয়া ৪,রাজিব হোসেন(৩০) পিতা-আঃ ওহাব ৫,করম দেওয়ান,পিতা-মৃত উকিল দেওয়ান,গ্রাম-গোলড়া আটক করেন,এদের জিজ্ঞাসাবাদ শেষে জগত নগর গ্রামের মেসার্স লতিফ মেশিনারিজ স্টোর নামক দোকান মালিক আঃ লতিফ কে চুরি করা মাল ক্রয় করার জন্য আটক করেন। মানিকগঞ্জ পুলিশ সুপার প্রেস রিলিজে বলেন এ চক্রটি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় চুরি ও অসামাজিক কাজে লিপ্ত। আমাদের অভিযান অভ্যাহত থাকবে। সাধারণ জনগনকে ও আরো সচেতন হওয়ার আহবান জানান। উদ্ধারকৃত মালামাল ১,পাওয়ারটিলার ছয়টি ২,জেনারেটর দুইটি ৩,সেলুমেশিন এগারটি সাথে পানির পাম সংযুক্ত। মামলা নং ১৮,তাং ২২/৮/২৩ইং,ধারা ৩৯৭।আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।