সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
মেম্বার নাছিরের নির্দেশে জনতা ধরল দুই ইয়াবা বিক্রেতাকে সাতকানিয়া ১৬নং সদর ইউনিয়নের পার্শ্ববর্তী রেললাইন সংলগ্ন এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী জড়ো হতে দেখে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদে এসে জানালে উপস্থিত থাকা ৯নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন স্থায়ীন জনতাকে ধরে ফেলার নির্দেশ দিলে জনতা ধাওয়া দিয়ে মোঃ ছরোয়ার কামাল ও মোঃ মিজানুর রহমান নামে দুই চিহ্নিত মাদক কারবারিকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানান ছরোয়ার কামাল ও মিজানুর রহমান নিজেদেরকে কখনো সাংবাদিক কখনো গোয়েন্দা সংস্থার লোক কখনো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সোর্স পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করত বলে জানা যায়। থানা পুলিশকে খবর দিলে এসআই(নিঃ) এমএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান(৩৩) পিতা-আশরফ মিয়া।ও মোঃ ছরোয়ার কামাল (৩৪) পিতা-ওমর আলী কে গ্ৰেফতার করা হয়। উভয়ে
চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ১৬নং সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের আল আমিন পাড়ার বাসিন্দা। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-১০, তারিখ-১১/০১/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করা হয় সাতকানিয়া থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ দুলাল হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিক (২৩)কে গ্ৰেফতার করা হয়। সে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার ৮নং ওয়ার্ড সমিতি পাড়ার মৃত জাফর আলমের ছেলে।এএসআই মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানার মামলা নং-১৭(১০)১২ এর ৩ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মাহাবুব আলম(৩১)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মতলব চেয়ারম্যান বাড়ির ভোলা মিয়ার ছেলে।
এএসআই মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২১(০৩)১৫ এর ১ বছর সাজা পরোয়ানা ভূক্ত আসামী দিদারুল ইসলাম প্রঃ ইমন(৪২)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম গাটিয়াডেঙ্গা ওয়াহেদের পাড়ার নুরুল ইসলামে ছেলে।এসআই মোঃ ছালামত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ মিজানুর রহমান(৩৩)কে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া আল আমিন পাড়ার আশরাফ মিয়ার ছেলে।
এএসআই মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মহিবুল্লাহ মাশফিক(২৬)কে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া ৭নং ওয়ার্ড এলাকার মহিউদ্দিনের ছেলে।
এসআই মোঃ মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভূক্ত আসামী স্বপন চক্রবর্তী (৫৮)কে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার পশ্চিম বাজালিয়া এলাকার রমেশ চক্রবর্তীর ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।