সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
সাতকানিয়া থানা সুত্রে জানা যায় সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-০২(০৮)২০১৫, জিআর-২৩১/২০১৪ এর ০৩ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ শহিদুল ইসলাম (প্রকাশ শহিদ)
কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের ফজরবর বাড়ির এজাহার মিয়ার ছেলে।
এএসআই আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং- ৩৩ (০২) ১৬, জিআর নং- ৬৩/১৬ এর ০৬ মাসের সাজা পরোয়ানা ভূক্ত আসামী রেজাউল করিমকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারদোনা (শরীফপাড়া) এলাকার মৃত কাদের বকসুর ছেলে।
ঢেমশা চৌধুরীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-০৩(১)১৪, জিআর-৩/১৪ এবং লোহাগাড়া থানার মামলা নং-৩৬(১)১৬, জিআর-৩৬/১৬ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জাবেদকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ঢেমশা কমলার বর বাড়ির জাফর মাষ্টারের ছেলে।
এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দায়রা মামলা নং-৮০৯২/১৭, জিআর-৩৭৫/১৭ এর পরোয়ানাভূক্ত আসামী আলী আহমদকে গ্ৰেফতার করা হয়।সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বড়দুয়ারা এলাকার মৃত আব্দুল জোবায়ের ছেলে।
এএসআই নুরুনবী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২৭(০৪)২১, জিআর-১২২/২১ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আবু তাহেরকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম গাটিয়াডেঙ্গা ৮নং ওয়ার্ড এলাকার আহামদ মিয়ার ছেলে।
এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার নন-এফআইআর নং- ৪৭/২১, নন-জিআর নং- ৩৭৭/২১ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ সেলিমকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর বাজালিয়া এলাকার মৃত আহামদ কবির (প্রকাশ এতিম আলীর ছেলে।)
এএসআই মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং- ০৮ (০৩) ১৯, জিআর নং- ৫১/১৯ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আনু মিয়াকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা আশেকের পাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে। এবং সিআর নং- ৪৭১/২২ (সাতকানিয়া) এর পরোয়ানা ভূক্ত আসামী আবু বক্করকে গ্রেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার এওচিয়া ৪নং ওয়ার্ড এলাকার মাহাবুবুর রহমানের ছেলে।
এসআই একরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার নন-এফআইআর নং- ১১৯/২১, নন-জিআর নং- ০৯/২২ এর পরোয়ানাভূক্ত আসামী নুরুল আলমকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া,৬নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।