সাতক্ষীরার প্রতাপনগরে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলো ব্রিক ফাউন্ডেশন
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ব্রিক ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সকাল ১০টার দিকে ১০নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ১ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ্ব মাকসুদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব খয়রুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সোহরাব হোসেন, বিশেষ অতিথি অ্যাডভোকেট নাজমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু রায়হান, মোঃ শহিদুল্লাহ সানা, মোঃ আব্দুর রউফ, মোকসেদুর রহমান, ডা. আবু জাফর এবং সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু দাউদ ঢালী বলেন,
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষদের অনেকেরই শীত নিবারণের জন্য ন্যূনতম একটি কম্বল নেই। তাই দ্রুত সময়ের মধ্যে এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন,
“সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সবাই সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই।”
তিনি জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এদিকে কম্বল পেয়ে শীতার্ত সাধারণ মানুষ ব্রিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

























