সাফ ফুটবল নবম শিরোপা জিতলো ভারত। ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে ৫-৪ গেলে হারিয়েছে তারা। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
সেমিফাইনালের মতো ফাইনালের নায়কও ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। টাইব্রেকারের প্রথম এবং সাডেন ডেথের প্রথম শট বাঁচান তিনি।
টাই ব্রেকারে ভারতের হয়ে গোল করেন সুনীল, সন্দেশ ঝিঙ্ঘন, লালিয়ানজুয়ালা ছাঙতে এবং শুভাশিস বোস। সাডেন ডেথে ভারতের গোলদাতা মহেশ সিংহ। কুয়েতের প্রথম শট-ই আটকে দেন গুরপ্রীত। তাতে আরও বেশি চাঙ্গা হয়ে ওঠেন সমর্থকেরা। কিন্তু ভারতের হয়ে টাইব্রেকারের চতুর্থ শটটি নিতে গিয়ে দলকে চাপে ফেলে দেন উদান্ত সিংহ। বারের উপর দিয়ে চলে যায় তাঁর শট। এর ফলে সমতায় ফেরার সুযোগ পায় কুয়েত। টাইব্রেকার শেষ হয় ৪-৪ গোলে। সাডেন ডেথের প্রথম শটে মহেশ ভারতকে এগিয়ে দেওয়ার পর গুরপ্রীত কুয়েতের প্রথম শট রুখে দিয়ে ভারতকে আনন্দে ভাসান।