লাবিবুজ্জামান লাবিব, সাভারঃ
গতকাল বুধবার ৭ই আগস্ট সাভারের থানা রোডে’র মারুফ চত্তরে (মুক্তির মোড়) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কোটা আন্দোলনের ও স্বৈরাচার সরকারের পতনের সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করা হয়।
কোটা আন্দোলনের ও স্বৈরাচারী সরকারের পতনে বিজয় অর্জন পরবর্তী জয়ের উল্লাসে যখন দেশ মাতোয়ার, সাভারবাসী তখনও পুলিশের সাথে লড়ে গিয়েছে, সাভারে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল। সাভারে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা।
শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণে মোমবাতি প্রজ্জ্বলন’র এই উদ্যোগ হাতে নিয়েছিল সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১৭ তম ব্যাচ’র শিক্ষার্থীরা পরবর্তীতে সর্বস্তরের জনগন এই কর্মসূচিতে অংশগ্রহন করেন। গত ৭ তারিখ সন্ধ্যা ৭ টায় সাভারের সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন এবং মুক্তির মোড় থেকে থানা স্ট্যান্ড পর্যন্ত নীরব র্যালি পালন করা হয়। র্যালি শেষে সকল ধরনের অন্যায় ,অবিচারের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করে।
র্যালিতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বলে:
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই আমাদের আজকের এই নিরব সভা।
৫ ই আগস্ট এর বিজয় অর্জন পরবর্তী সময়ে সারা দেশবাসী যখন মেতে ছিল আনন্দউল্লাসে, সাভার তখনও ছিল যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে, পুলিশের সাথে লড়ে গিয়েছে সাভারের দু:সাহসিক সন্তানেরা। আমাদের এ লড়াইয়ে আনুমানিক শতাধিক যোদ্ধা শহীদ হয়েছেন (আনুমানিক ২০০+), যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই নতুন স্বাধীনতা,তাদের এই আত্নত্যাগ কখনো ভুলবার নয়। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।