সারের মূল্যবৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘সারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছায়নি সরকার।’
মন্ত্রী জানান, সরকারের মাথার উপরে বিশাল ভর্তুকির চাপ রয়েছে। চাপ সামাল দিতে সারের মূল্যবৃদ্ধির কথা ভাবছে সরকার। আবার কৃষকদের দিকটি নিয়েও ভাবনার মধ্যে আছেন প্রধানমন্ত্রী। সারের মূল্যবৃদ্ধির ব্যাপারে সরকার এখন উভয় সংকটে আছে।
মন্ত্রী আরও বলেন, ‘এ বছর সারে ভর্তুকি বাবদ ৯ হাজার ৫০০ কোটি টাকা আছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সারের দাম বৃদ্ধি কারণে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে। এ কারণে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি কমানোর জন্য চাপ দিচ্ছে।’
সরকারকে এখন দু’দিকেই নজর দিতে হচ্ছে। সারের দাম বাড়ালে খাদ্যদ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে দাম না বাড়ালে ভর্তুকির চাপে উন্নয়ন কাজ ব্যাহত হবে বলে জানিয়েছেন মন্ত্রী।