সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার অভিষেক ও সংবর্ধনা শনিবার (০৬ আগস্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ ইফতেখার উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় মহাসচিব, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। প্রধান বক্তা ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সভাপতি এস এম আজিজ, সাধারন সম্পাদক জাফর ইকবাল, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক রবিউল হোসেন রবি, মাওলানা দৌলত আলী খান, নাছির উদ্দীন, মো.রবিউল হোসেন চৌধুরী, নাজিম উদ্দীন,নির্বাহী সদস্য মুহাম্মদ আবদুল কাইয়ুম সহ উত্তরজেলার আওতাধীন উপজেলা সমূহের সভাপতি-সম্পাদকসহ আরো অনেকেই। সভাশেষে মানবাধিকার বিষয়ে অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।