মো: আহসানুল ইসলাম আমিন,স্টাফ রিপোর্টার : চাল-ডাল, সেমাই-চিনি কিংবা শাড়ি-লুঙ্গি নয়, ঈদের উপহার হিসেবে দেওয়া হয়েছে জমিসহ ঘর। যার মূল্য ৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৃতীয় পর্যায়ে ১৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির কবুলিয়াত দলিল ও ঘরের চাবি প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সিরাজদিখান উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপজেলার কোলা ইউনিয়নে ১০ টি ও মালখানগর ইউনিয়নে ৩ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. মিজানুল হক, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,বিভিন্ন ইউপি চেয়ারম্যান , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।