সুজানগরে কিডনি আক্রান্ত রোগীকে ‘সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার’ আর্থিক সহায়তা প্রদান
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়ার বগাজানি “সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা” এর পক্ষ থেকে কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার স্থায়ী কার্যালয়ে মাধ্যমে চিনাখড়ার বগাজানি এলাকার মো. আক্কাজ শেখের ছেলে কিডনি আক্রান্ত রোগী মো. নিশান শেখের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, কিডনি আক্রান্ত রোগী মো. নিশান শেখ ও তার পরিবারের সদস্য’সহ সংগঠনটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন বলেন, ‘মানব সেবাই আমাদের মূল লক্ষ’ এই শ্লোগানকে ধারণ করে ২০২১ সালে।
সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ‘সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা’ নামে আমরা অলাভজনক অরাজনৈতিক সামাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি। এরপর থেকে এই সংগঠনের পক্ষ থেকে অসহায় দুঃস্থ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, চাহিদা অনুযায়ী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।
সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক আল আমিন ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম জানান, সমাজ উন্নয়ন মূলক সকল কাজে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতা পেলে তাদের কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। জীবনমান উন্নয়নে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংগঠনটি এই মানবিক উদ্যোগ অত্র জনপদের মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

























