সুজানগরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেটিক,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পাবনার সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, ভবানীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোরাফ আলী মোল্লা, ইয়াকুব আলী, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা। ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন।
পৌর বিএনপি সদস্য কুদ্দুস জোয়াদ্দার, বিএনপি নেতা আসলাম সরদার,৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক চাঁদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাহ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জব্বার শেখ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবদল নেতা ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রইচ উদ্দিন, যুবদল নেতা আলমগীর হোসেন,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য আলামিন শেখ, ছাত্র নেতা শেখ রাফি,পিকে সাব্বির, শেখ রুদ্র প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা পরিষদ মডেল মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ। দোয়া মাহফিল শেষে নেতাকর্মী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।






















