দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আর তার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।
বিরোধী দলনেতার খোঁজ-খবর নিতে পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নিজেই চলে যান বিরোধী নেতারা আসনের সামনে। প্রধানমন্ত্রী এ সময় তার সঙ্গে কুশল বিনিময় করেন ও সু-স্বাস্থ্য কামনা করেন।
প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।