উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগান কে সামনে রেখে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের একমাত্র মুখপত্র প্রবাস মেলা প্রিন্ট ও অনলাইন ১১ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময় সভা শামসিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যম জগতের একমাত্র প্রিন্ট এবং অনলাইন ভার্সনে প্রবাসীদের নিয়ে কাজ করছে প্রবাস মেলা পত্রিকা দীর্ঘ ১১ বছর ধরে। এই পত্রিকাটি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলছে নানাঘাত, প্রতিঘাত উপেক্ষা করে, আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এগিয়ে যাবে প্রবাস মেলা সে প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ঢাকা থেকে টেলিকনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা জানান প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব , বাংলাদেশ টেলিভিশন উপস্থাপক মামুন ইমতিয়াজ।
বিশিষ্ট গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়
প্রবাস মেলা সৌদি আরব দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও সৌদিআরব এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ রানা, সৌদি আরব প্রবাস মেলা দর্শক ফোরামের সাধারণ সম্পাদক সানাউল্লাহ আপন তাজ, প্রবাসী সেবা কেন্দ্রের ইনচার্জ আবু সায়েদ মো: তারেক,খালেদ সাহাব উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবী , শ্রমজীবী ,সামাজিক , সাংস্কৃতিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সবশেষে প্রবাস মেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বাংলাদেশি একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সানসিটি পলি ক্লিনিক।