সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাওলানা জিয়াউর রহমান জাহেদ নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার পীর মরহুম মাওলানা মোস্তাফিজুর রহমান( প্রকাশ মদন মৌলভী) এর বাড়ির মরহুম মাওলানা মাহবুবুর রহমানের মেঝ ছেলে।
গত ২৬ মার্চ ( সৌদি আরব সময় সন্ধ্যা সাড়ে ৬ টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টা) এর সময় মক্কা নগরীর হেরা গুহা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এ ওমরাহ হজ্ব যাত্রী নিহত হয়েছেন।
গত ১৬ মার্চ পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে বাংলাদেশ থেকে তিনি সৌদি আরব যান। গত ২৬ মার্চ শনিবার বাদে আছর তিনি পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় (জাবালে নূর) হেরা গুহায় উঠেন। সেখানে উঠে নিজ মোবাইলে থেকে লাইভে আসেন। লাইভে আসার এক ঘন্টা পর হেরা গুহা থেকে নিচে নেমে রাস্তা পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে জাহেদ মারা যান।
নিহত জাহেদ সাতকানিয়া উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের সোনাকানিয়া শাহ মজিদীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতীব।
নিহতের বড় ভাই মাস্টার মোহাম্মদ রাশেদ জানান,
গত ১৬ মার্চ পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরবে যান জাহেদ। আগামী ৩০ মার্চ দেশে ফেরার কথা ছিল।
জাহেদ এক ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।