দেশের ৩৪৮টি স্কুলের ৭ হাজার খুদে ক্রিকেটার নিয়ে মাঠে গড়িয়েছে জাতীয় স্কুল ক্রিকেট। জেলা পর্যায়ে ৫৮১ ম্যাচের পর জেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে বিভাগীয় রাউন্ডে হবে ৫৭টি ম্যাচ।
৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হবে ন্যাশনাল রাউন্ড। সব মিলিয়ে ৬৪টি জেলায় মোট ৬৫৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী আম্পায়ারও।
মঙ্গলবার (১২ এপ্রিল) মিরপুর সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ছেলেদের স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো নারী আম্পায়ার দায়িত্ব পালন করলেন তিনি।
সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ক্যামব্রিয়ান স্কুল এবং পূর্ব বাসাবো স্কুল। ম্যাচটিতে মো. শাকিরের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জেসি।
ছেলেদের ক্রিকেটে এর আগেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে জেসির। ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।
বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল, এবারের স্কুল ক্রিকেটে মোট ২৫জন নারী আম্পায়ারকে সুযোগ দেওয়া হবে। যে পর্বের সূচনা হলো ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচ দিয়ে।