মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি
২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী একসাথে দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। একই সাথে জাতীয়করণ হয় এর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দূর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ ঘোষণা হওয়ার পরেও ২০১৪ সাল থেকে বেতন পাচ্ছেন না শিক্ষকরা।
তাইন্দং ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার ভিতরে দুর্গম পাহাড়ি এলাকার পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রায় সাড়ে চার বছর ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে ৪ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী পোড়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন বিকাশ ত্রিপুরা জানান, বিদ্যালয়ের চার শিক্ষকই সপ্তাহে দুই দিন করে দিন মজুরের কাজ করেন। এতে কোন রকম সংসার চলে। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ হয়।
সহকারী শিক্ষক কন্ঠিকুমার ত্রিপুরা বলেন, স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করে অনেক ঋণের চাপে পড়ে গেছেন। বছরের পর বছর বেতন-ভাতা না পাওয়ায় এভাবেই মানবেতর জীবনযাপন করতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করনের সব কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চুড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তাই এখনো শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। সরকার যদি দ্রুত তাদের গেজেট প্রকাশ করে তাহলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবে। বিদ্যালয়টি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।