স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর উপদেষ্টাগণ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম হাসান জানান, “স্বপ্নচূড়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, স্বপ্নচূড়া ফাউন্ডেশন সব সময় মানবকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি তাদের এই সহায়তা সমাজে মানবতার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।
বার্তা সংগ্রহঃমোঃসাইদুল ইসলাম শান্ত