স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: মোস্তাক আমিন রিদম
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেমিনার হলে এডুকেটেড ন্যাশনালিস্ট গ্রুপ (YOUNG), জামালপুর-১ এর উদ্যোগে “তারুণ্যের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোস্তাক আমিন রিদম বলেন, আগামী সরকার গঠনের পর বিএনপি স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো হবে।
বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
সভায় উপস্থিত বক্তারা বলেন, জামালপুর-১ আসনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার তরুণরা ভবিষ্যতে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।























