হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত, জিআর সাজাপ্রাপ্ত এবং জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে চাঁদপুরের পুলিশ সুপার জনাব রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে থানায় কর্মরত একাধিক এসআই ও এএসআইয়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত দুইজন আসামি গ্রেপ্তার হন। তাদের মধ্যে একজন এনআই অ্যাক্ট-১৩৮ ধারায় দায়েরকৃত মামলায় ৪ মাস সশ্রম কারাদণ্ড ও ৬ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং অপরজন একই আইনের আওতায় ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত।
এছাড়া জিআর মামলায় সাজাপ্রাপ্ত একজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে পৃথক পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করা হয়। এসব মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা।
গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযানে হাজীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজন আসামিকেই ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।





















