লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১২ কেজি ওজনের একটি মৃত অবস্থায় কাতলা মাছ উদ্ধার করেছেন নৌ-পুলিশ।১ জুন বুধবার সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আজিমের ঘাটা এলাকা থেকে মা মাছটি উদ্ধার করা হয়। রাউজান ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর জানান, হালদা নদী থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছটি উদ্বারের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া হালদা রিসার্চ ল্যবটেরিতে পরিক্ষার জন্য নিয়ে যায় । ১২ কেজি ওজনের কাতলা মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে ।কাতাল মাছটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর রাউজানের আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ল্যাবরেটরিতে রাখার জন্য বলা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৃত মাছ উদ্ধারের পর মাছটি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আনা হয়েছে। মাছটি দেখে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছিল।