আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে নেমে হোয়াইট ওয়াশ নিশ্চিত করতে পারলো না।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সিরিজের তৃতীয় ম্যাচে প্রায় দশ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০.১ ওভার খেলেই। আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন। এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে ৩৫ রান করেন।
রিয়াজ ও গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়।
এদিকে এর আগে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়। বাংলাদেশের প্রথম দুটি উইকেটের পতন ঘটে ১০৬ রানে। কিন্তু এরপর ব্যাটিংয়ে ধস নামে তাদের।