ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল ডাকসু নির্বাচন, নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে ‘শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে’ ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে : আবিদুল দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ডাকসু নির্বাচনে ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড প্রস্তুত : ডিএমপি কমিশনার নাটোরের বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে’ আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্রের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

১১ দিনের সতর্কতা নির্দেশনার বিষয়ে জানি না: আইজিপি

সাংবাদিক

 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই-আগস্ট মাসজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ সতর্কতা সংক্রান্ত নির্দেশনার বিষয়ে তার জানা নেই।

মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এর আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠানো একটি চিঠিতে ১১ দিনব্যাপী বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়। এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, আওয়ামী লীগ গোপনে সংঘবদ্ধ হয়ে হামলা বা সহিংসতা ঘটাতে পারে—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়া সরকারবিরোধী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাই অভ্যুত্থান উপলক্ষে কর্মসূচি পালন করছে, যার ধারাবাহিকতায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে।

এসবি চিঠিতে আরও বলা হয়, এই সময়ে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। ফলে সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি, মোবাইল প্যাট্রল এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের আশপাশে নজরদারি বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অনলাইনে গুজব ছড়ানো প্রতিরোধে বিশেষ সাইবার প্যাট্রলিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। দেশে-বিদেশে যারা অশান্তির পরিকল্পনায় যুক্ত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৫৪৯ Time View

১১ দিনের সতর্কতা নির্দেশনার বিষয়ে জানি না: আইজিপি

আপডেটের সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই-আগস্ট মাসজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ সতর্কতা সংক্রান্ত নির্দেশনার বিষয়ে তার জানা নেই।

মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এর আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠানো একটি চিঠিতে ১১ দিনব্যাপী বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়। এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, আওয়ামী লীগ গোপনে সংঘবদ্ধ হয়ে হামলা বা সহিংসতা ঘটাতে পারে—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়া সরকারবিরোধী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাই অভ্যুত্থান উপলক্ষে কর্মসূচি পালন করছে, যার ধারাবাহিকতায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে।

এসবি চিঠিতে আরও বলা হয়, এই সময়ে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। ফলে সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি, মোবাইল প্যাট্রল এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের আশপাশে নজরদারি বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অনলাইনে গুজব ছড়ানো প্রতিরোধে বিশেষ সাইবার প্যাট্রলিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। দেশে-বিদেশে যারা অশান্তির পরিকল্পনায় যুক্ত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’