ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকে সভা করতে বসলেই সম্মানী ১২ হাজার, আগে ছিল ৩ হাজার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ প্রবাসীকে আনতে গিয়ে সাতসকালে প্রাণ গেলে একই পরিবারের ৭ জনের চিলাহাটির গোসাইগঞ্জ বন প্রকাশ্যে গাছ কাটছে দুর্বৃত্তরা, নিশ্চুপ বনবিভাগ কালীগঞ্জে জুলাই শহীদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন কাতারে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল এবং জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না’ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

‘৩৬ জুলাই’ উপলক্ষে পাংশায় শহিদদের স্মরণে দোয়ার অনুষ্ঠান

সাকী মাহবুব পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩৬ জুলাই (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি বলেন, “আজকের ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, সাম্যবাদের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। পরবর্তীতে নানা চড়াই উৎরাই পার করে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।”

স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৫৩৪ Time View

‘৩৬ জুলাই’ উপলক্ষে পাংশায় শহিদদের স্মরণে দোয়ার অনুষ্ঠান

আপডেটের সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩৬ জুলাই (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি বলেন, “আজকের ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, সাম্যবাদের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। পরবর্তীতে নানা চড়াই উৎরাই পার করে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।”

স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।