বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ২৪ টি পদে মোট ৩৬৩ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা: তড়িৎ প্রকৌশলী- ০২টি, সহকারী নৌ -স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা- ০৫টি, সহকারী নৌ-প্রকৌশলী ,সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)- ০৬টি, সহকারী প্রকৌশলী- ০৬টি, নদী জরিপকারী- ০১টি, সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)- ০৪টি, সহকারী প্রকৌশলী (সিএসই)- ০২টি, কনিষ্ঠ নদী জরিপকারী- ০৬টি, উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল) এষ্টিমেটর (সিভিল)- ১০টি, সহকারী কারিগরী কর্মকর্তা (জাহাজ/বিমান/মেরিন ),তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ ), যান্ত্রিক /জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক,উর্দ্ধতন কারিগরী সহকারী (যান্ত্রিক /ডিজেল/জাহাজ নির্মাণ), এষ্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)- ১২টি, তত্ত্বাবধায়ক (ত্বড়িৎ) ,উর্দ্ধতন কারিগরী সহকারী (ত্বড়িৎ) , উপ-সহকারী প্রকৌশলী (ত্বড়িৎ)- ০৭টি, কারিগরি সহকারী- ২০টি, কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)- ২০টি, কারিগরী সহকারী (ত্বড়িৎ)- ১৫টি, তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী , গুদাম সহকারী ও সহকারী- ০৭টি, কম্পিউটার অপারেটর- ১০টি, ড্রাইভার-৩- ১০টি, ওয়েল্ডার- ০৫টি, মটর মেকানিক /ডিজেল মেকানিক /মেকানিক- ১৫টি, ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ )ইলেক্ট্রিশিয়ান(জাহাজ)- ১০টি, গ্রীজার- ৬১টি, লস্কর- ৭৩টি, ভান্ডারী- ৩০টি, তোপাষ- ৩০টি।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল, বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে ক্লিক করুন।