Monday , 17 June 2024
শিরোনাম

৩৯ লাখ ডলারে বিক্রি হচ্ছে বব ডিলানের শতবর্ষী প্রাসাদ!

নোবেলজয়ী মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান তার স্কটল্যান্ডের অভিজাত প্রাসাদটি বিক্রি করে দিচ্ছেন। গত সপ্তাহে রিয়েল এস্টেট এজেন্ট নাইট ফ্রাঙ্ক নাইট প্রাসাদটি বিক্রির ঘোষণা দেয়। আজ মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে আরও বলা হয়, বব ডিলান ও তার ভাই ২৮ লাখ মার্কিন ডলারে প্রাসাদটি কিনেছিলেন। তবে করোনা মহামারির পর থেকে তারা প্রাসাদটি পরিদর্শন করেননি।

নাইট ফ্রাঙ্ক জানিয়েছে, প্রায় ২৫ একর জায়গা জুড়ে বিসতৃত প্রাসাদটি নির্মিত হয়েছিল ১৯১১ থেকে ১৯১৪ সালের মধ্যে। এতে ১৬টি বেডরুম রয়েছে। এছাড়াও রয়েছে একটি সঙ্গীত কক্ষ, ১১টি বাথরুম, অভ্যর্থনা কক্ষ, বাগান, ঝর্ণা ইত্যাদি। আর প্রাসাদটি কিনতে দর হাঁকানো হয়েছে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

নাইট ফ্রাঙ্কের কর্মকর্তা টম স্টুয়ার্ট-মুর বলেন, নোবেলজয়ী ডিলান সাম্প্রতিক বছরগুলোতে এই প্রাসাদটি ব্যবহার করেননি। তাই এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। করোনা মহামারির আগ পর্যন্ত বব ডিলান ও তার ভাই সাধারণত বছরে কয়েক সপ্তাহের জন্য প্রাসাদটিতে যেতেন।

Check Also

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x