আবির হোসেন সজল, লালমনিরহাট:
লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানের জামিনে শতাধিক মানুষের ঢল।
গত মঙ্গলবার (২৮ জুন) ভোরে ইউপি চেয়ারম্যান-কে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ এবং পরে লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
আজ (৩০ জুন) জনাব,মোঃ ফরহাদ হোসেন মাষ্টার
১নং ভোটমারী ইউপি চেয়ারম্যানের জামিন হয় । শতাধিক মানুষ আজ দুপুর ২ টা থেকে অপেক্ষায় রয়েছিল।
লালমনিরহাট জেলা কারাগারে গেটের সামনে
দাঁড়িয়ে অপেক্ষা করছিল।
অবশেষে জনাব মোঃ ফরহাদ হোসেন মাষ্টারকে পেয়ে আবেগে আপ্লুত হয় সাধারণত মানুষ ও পরিবারের সকলেই।
উপস্থিত সকলের দাবি জনাব মোঃ ফরহাদ হোসেন মাষ্টার কে সহ উক্ত অভিযোগ কৃত চাঁদাবাজির মামলায়
(১) মোঃ ফরহাদ হোসেন (৫০) নং ভোটমারী ইউপি চেয়ারম্যান মো. (২) মোঃ লিটন মিয়া (৪০) পিতা-মৃত লিয়াকত আলী গ্রামঃ শ্রুতিধর থানাঃ কালীগঞ্জ জেলাঃ লালমনিরহাট।
(৩) মোঃ আব্দুল মজিদ ভোটমারী ইউনিয়ন সদস্য পিতাঃ মোঃ মুসা আলম গ্রামঃ শ্রুতিধর থানাঃ কালীগঞ্জ জেলা লালমনিরহাট।
এর সম্মান নষ্ট করার অপচেষ্টা বলে দাবি করছেন।
সে সময় ভোটমারী ইউনিয়নের বাসিন্দা জনাব, মোঃ ফজলে করিম বিপ্লব বলেন
এলাহী বকস ঠিকাদার এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছেন বলে জানিয়েছেন।
আমরা চাই সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন ও রাস্তার অনিয়মের বিষয়টি খুঁটিয়ে দেখা হক বলে দাবি করেন।