Sunday , 19 May 2024
শিরোনাম

আইএইএকে আর পরমাণু স্থাপনায় ঢুকতে দেব না: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সব ধরনের পরিদর্শন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাইসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে পরিচালিত হচ্ছে। খবর রয়টার্সের।

তিনি বলেন, বহু বছর ধরে আইআইএ ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করছে এবং ক্যামেরাগুলো সচল রয়েছে।

তিনি আরও বলেন, ইরান হচ্ছে একমাত্র পক্ষ, যারা ২০১৫ সালে সই হওয়া পরমাণু চুক্তিতে অনড় রয়েছে। ভবিষ্যতে যদি পরমাণু চুক্তি করতে হয়, তা হলে তাতে নিরাপত্তা রক্ষাকবচের ব্যবস্থা করতে হবে, তা না হলে তা টেকসই হবে না।

প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, তারা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছাতে আন্তরিক নয়।

Check Also

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x