আইপিএল প্রথম নিলামে অবিক্রিত সাকিব

অন্যান্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম দিন অবিক্রিত রয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। নিলামের দ্বিতীয় দিন আবার তার নাম তোলা হবে।

এর আগে সাকিবের মতো অবিক্রিত থেকে যায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে আইপিএল নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

এবারের আসরে নিলামের তালিকায় আছেন মোট ৫৯০ জন ক্রিকেটার। এর মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *